ধর্ষণের মিথ্যে মামলায় প্রবাসীর স্ত্রী কারাগারে

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০২:৩৯ পিএম
ধর্ষণের মিথ্যে মামলায় প্রবাসীর স্ত্রী কারাগারে

পাওনা টাকা ফেরত না দেয়ায় পুলিশ সদস্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা প্রবাসীর স্ত্রীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে রবিবার (৬ এপ্রিল) শেষ কার্যদিবসে জামিনের আবেদন করলে বিচারক মুহাম্মদ রকিবুল ইসলাম ওই গৃহবধূর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কারাগারে যাওয়া গৃহবধু সাদিয়া আফরিন তানিয়া নগরীর নবগ্রাম রোডের খান বাড়ি এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী খলিলুর রহমানের স্ত্রী ও জেলার উজিরপুর উপজেলার হানুয়া বারপাইকা গ্রামের আলউদ্দিন হাওলাদারের মেয়ে।

এজাহারের বরাত দিয়ে বেঞ্চ সহকারী আরও বলেন, নগরীর নবগ্রাম রোডের খান বাড়ি এলাকার বাসিন্দা ও পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক ১০ শতক জমি ক্রয়ের জন্য গৃহবধূ তানিয়ার প্রবাসী স্বামী খলিলুর রহমানের কাছ থেকে ৪৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে মিজানুর রহমান টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূ বাদি হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

সূত্রমতে, বিচার বিভাগীয় তদন্তে ধর্ষণের কোন প্রমান পাওয়া যায়নি। যেকারণে মিথ্যা ধর্ষণের অভিযোগে মামলা করায় পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক বাদি হয়ে ওই গৃহবধুকে আসামি করে উল্টো মামলা দায়ের করেন। অভিযুক্ত তানিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না-মঞ্জুর করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে