ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায়,গরীব ও দুস্থ ব্যক্তিদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে সোয়ান (সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব নুরপুর) নামে একটি সামাজিক,স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন। আজ শনিবার(২২মার্চ) বিকেলে 'মানবতার বিপর্যয়ে পাশে থাকার প্রত্যয়'এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর বাজারে সোয়ানের কার্যালয় চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই,ছানাবুট, চিনি,মুড়ি, তেল, নুডলস,খেজুর, টেস্টমি,দুধ ও খেজুর ।
সোয়ানের সভাপতি মো: শরিফ উদ্দিনের সভাপতিত্বে সোয়ানের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন দুখুর সঞ্চালনায় অনুষ্ঠানে সোয়ানের উপদেষ্টা ও জেঠাগ্রাম পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নেছার আহমেদ, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান, সাবেক সভাপতি সোনালী ব্যাংক কর্মকর্তা জনাব আব্দুল আল বাকের, সাবেক সভাপতি ও পূবালী ব্যাংকের ম্যানেজার মোঃ জাহাঙ্গীর মিয়া,সোয়ানের সদস্য ও শিক্ষক মো: আকবর হোসেন, হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম, আবুল তালুকদার, নূরপুরএশিয়া ব্যাংকের এজেন্ট মালিক আবুসালাম, এবি ব্যাংক ম্যানেজার ফয়সাল ইসলাম, ব্যাংক কর্মকর্তা সাজিদুল হক, মোবাশ্বর হোসেন নয়ন,শিফন খান, নাসির, বাবর উদ্দিন,সোয়ানের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।