নড়াইলের বিছালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাকই পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি ছিলেন, নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। জামায়াতে ইসলামী বিছালী ইউনিয়ন শাখার আমির মোখলেছুর রহমান মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-সংগঠনের সদর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিনসহ অনেকে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র রমজানের শুরু থেকে গতকাল পর্যন— নড়াইল-১ আসনের অন—র্গত প্রায় প্রতিটি ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।