শহীদ আসিফের পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫, ০৫:২৫ পিএম
শহীদ আসিফের পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) মোঃ আবুল হাসান ঈদের পরের দিন সাতক্ষীরার বাড়িতে এসেই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহীদ, দরদির ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির 'প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক' শহীদ আসিফ হাসানের বাসায় যান এবং শহীদ পরিবারের সাথে ঈদের কুশল বিনিময় করেন। অতঃপর শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও শহীদের রুহের মাগফিরাত কামনা করেন। এসময় তাঁর সাথে ছিলেন দরদির কার্যনির্বাহী কমিটি ও এসোসিয়েট কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন শহীদ আসিফের পিতা এবং শহীদ আসিফের জমজ ভাই 'দরদির আজীবন সদস্য' রাকিব হাসানসহ আত্মীয় পরিজনেরা। উল্লেখ্য, দরদির কার্যনির্বাহী উপদেষ্টা হিসেবে মোঃ আবুল হাসান যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় দরদি পরিবার তাঁকে 'দরদি বিশেষ সম্মাননা' দেন। দরদির এ সম্মাননা স্মারক দরদির সদস্য শহীদ আসিফ হাসানের পিতা স্বহস্তে মোঃ আবুল হাসানকে তুলে দেন। শহীদ পরিবারের সাথে কুশল বিনিময় শেষে মোঃ আবুল হাসান "শহীদ আসিফ বন্ধু মহল ক্লাবে যান এবং শহীদ আসিফের বন্ধুদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাজমুল আহসান এবং দরদি এসোসিয়েট কমিটির সদস্যসচিব মোঃ মোস্তাহিদসহ দরদির ৩০ জনের অধিক সদস্য। পাশাপাশি উপস্থিত ছিলেন অত্র এলাকার মসজিদের ইমাম, এলাকাবাসী এবং আসিফের বন্ধুমহল। এসময়, "শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল" ক্লাবের  সংস্কার ও সার্বিক উন্নয়নে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ হতে বিশেষ অনুদান প্রদান করায় শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ আসিফের বাবা এবং শহীদ আসিফের ভাই রাকিব হাসান ধন্যবাদ জ্ঞাপন করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে