দিঘলিয়ায় জমে উঠেছে ঈদ মেলা

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫, ০৪:১৯ পিএম
দিঘলিয়ায় জমে উঠেছে ঈদ মেলা

দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয় মাঠের ঈদ মেলা। সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজনে ভরপুর হয়েছে এ মেলার মাঠ। মাঠের চারদিকে ও মাঝখান দিয়ে বসানো হয়েছে নানা জিনিসের স্টল। শিশু খেলনা, নানা খাবার সামগ্রীসহ বিনোদনের নানা জিনিসপত্র। তাইতো প্রতিনিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে ঘটছে নানা সাজে সজ্জিত শিশু, কিশোর-কিশোরী ও নারী-পুরুষের সমারোহ। মেলার মাঠকে করে তুলছে জমকালো জনাকীর্ণ মেলা মাঠ।

সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী সুগন্ধী গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ মেলাটির গত মঙ্গলবার (১ মার্চ) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং চলবে ৫ মার্চ পর্যন্ত। গ্রাম্য এ ঈদ মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। এ সময় সুগগ্ধী রোজ ক্লাবের সভাপতি শেখ সেলিম রেজা টুটুল ও সাধারণ সম্পাদক মামুন তালুকদারসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে