নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে স্মৃতি পরিষদের কার্যালয়ে এ ইফতার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এ মতিন, উপদেষ্টা কাজী ইসমাইল হোসেন লিটন, ডাক্তার আজিজুর রহমান মানিক, ডাক্তার আশিকুল হক দিব্য, অ্যাডভোকেট সঞ্জীব কুমার, শামীম আহমেদ শুভ, বাবর মির্জাসহ অনেকে।
শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ প্রদানসহ প্রতি মাসের শেষ শুক্রবার বিনামূল্যে রোগী দেখা হয়। গাইনী, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে শরীফ আতিয়ার রহমান পরিবারের ছয়জন চিকিৎসকসহ বিশেষজ্ঞরা রোগী দেখে থাকেন।