নওগাঁর পত্নীতলায় সোমবার সকালে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের মল্লিকপুর এলাকায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে প্রতাপ শিং (২১) নামে এক ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত প্রতাপ সাপাহার উপজেলার জামাল নগরপাড়া গ্রামের সুদাং শিং এর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে বালুবাহি একটি ট্রাক নজিপুর হতে সাপাহার যাওয়ার পথে মল্লিকপুর নামক স্থানে ডাববাহী একটি পিক আপের সাথে সংঘর্ষ হয়। এ সময় বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ড্রাইভার প্রতাপ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পিকআপে থাকা ডাবের মালিক সাপাহার উপজেলার বাসিন্দা ফাইম উদ্দীন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। আহত ফাইমকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
এ বিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে।