পার্বতীপুরে ৬জনকে মারধর করে চোর ছিনতাই

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৫, ০৮:২৪ পিএম
পার্বতীপুরে ৬জনকে মারধর করে চোর ছিনতাই

দিনদুপুরে দিনাজপুরের পার্বতীপুরে সুপারি বাগান মালিকসহ ৬জনকে মারধর করে সুপারি চোরকে পথিমধ্যে ছিনিয়ে নিয়েছে সংবদ্ধ চোর। ঘটনাটি ঘটেছে, আজ সোমবার বেলা ২টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের  হয়বৎপুর দোকানিপাড়া গ্রামে। এঘটনায় গুরুতর আহত বাগান মালিক স্কুল শিক্ষক মঞ্জুরুল ইসলাম (৪৬) ও মোছাদেকুল রহমান (৬৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও ৪ জন আসাদুল ইসলাম (৩০), মফিজ উদ্দিন (৫০), মাহমুদ ইসলাম (২৮), ওবায়দুল ইসলামসহ (২০)। আজ সোমবার সকাল ১০টায় মমিনপুর ইউনিয়নের দোকানীপাড়া গ্রামে সুপারি চুরির ঘটনা ঘটে। এসময় গ্রামবাসী রবিউল ইসলাম কালু (২৫) কে দেড় বস্তা সুপারিসহ আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। পরে স্থানীয় লোকজন গাছে বেধে চোরকে উত্তম মাধ্যম দেয়। রবিউল ইসলাম কালু উপজেলার মন্মথপুর ইউনিয়নের খোড়াখাই নজেপাড়া গ্রামের মোহাম্মদ আজাদ এর ছেলে। বাগান মালিক স্কুল শিক্ষক মঞ্জুরুল ইসলাম জানান, ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে বাগানের সুপারি চুরির বিষয়টি জানতে পারি।আমি তাৎক্ষণিক স্থানীয় ইউপি মেম্বার নুর আলম ও গ্রাম্য মাতবর মোছাদেকুল রহমান কে বিষয়টি অবগত করি। তারা বলেন, থানা পুলিশে দিতে। পরে, সোমবার বেলা দুই টার দিকে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আমাদের আটকে মারধর করে চোরকে ছিনিয়ে নেয় সংবদ্ধ চোরের দল। মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর দোকানিপাড়ার ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম জানান, চোরকে গাছে বেধে উত্তম-মাধ্যম দেয়া হয়েছে। আমি বলেছি চোরকে থানায় দিতে। পরে বাগান মালিক আমাকে জানায় তাদেরকে মারধর চোরকে পথিমধ্যে ছিনিয়ে নিয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে