রাজিবপুরে আগুনে পুড়ে ছাই ১১ দোকান, ৬৫ লাখ টাকার ক্ষতি!

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫, ০১:৫৭ পিএম
রাজিবপুরে আগুনে পুড়ে ছাই ১১ দোকান, ৬৫ লাখ টাকার ক্ষতি!

কুড়িগ্রামের রাজিবপুরে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডে ১১‌টি‌ দোকান পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে চর রাজিবপুর  উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে। স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, সকালে ফজরের নামাজ শে‌ষে মসজিদে বাইরে এসে দেখি দাউদাউ করে আগুন চলছে। প্রথমে কাঁচামালের দোকানে আগুন লাগে পরে ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন চার‌দি‌কে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান ও বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মুদি দোকান, জুতার দোকান, ভুষি মালের গোডাউনসহ ১১‌টি দোকা‌নে আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ বলেন, রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে আনুমানিক প্রায ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব‌লে দাবি করেন ব্যবসায়ীরা। 

রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন ইতিমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছি। ব্যবসায়ীদের পাশে থাকবে  উপজেলা প্রশাসন, তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান ও ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে