ঝুঁকিতে স্বাস্থ্য ও পরিবেশ

পীরগঞ্জে ধুলাবালি উড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৭:০১ পিএম : | আপডেট: ১৯ মার্চ, ২০২৫, ০৭:০১ পিএম
পীরগঞ্জে ধুলাবালি উড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি

রংপুরের পীরগঞ্জ উপজেলার জাতীয় ও  গ্রামীণ জনপদে চলাচলের কোন বৈধতা না থাকলেও উপজেলার সবগুলো সড়কে দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে হাজারো  ট্যাফে ও মাহিন্দ্র ট্রাক্টর।  অদক্ষ চালক  ও  শিশু কিশোররা গাড়িগুলো নিয়ে বেড়াচ্ছে । এদের কারণেই প্রতিনিয়তই ঘটছে সড়কে দুর্ঘটনা। আর ক্ষতি সাধিত হচ্ছে মানুষের এবং জানমালের।  উপজেলার কাঁচা পাকা গ্রামীণ সড়ক মাটি, ইট,বালু পরিবহনের কাজে দাপিয়ে বেড়াচ্ছে এসব গাড়ি। ড্রাইভারদের প্রশিক্ষণ না-থাকার কারনে স্কুল কলেজ, হাটবাজার এবং জনগুরুত্বপূর্ণ স্থান  একাকার করে প্রতিদিন ছুটে চলে এগুলো। উপজেলায় অর্ধ শতাধিক ইটভাটায় বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে এসব গাড়ি। নভেম্বর মাস থেকে শুরু করে জুন  পর্যন্ত গাড়িগুলো গ্রাম পল্লীর রাস্তাঘাটের খাল বাকল তুলে দুর্বার গতিতে ছুটে চলার দৃশ্য চোখে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বালু বা মাটি বোঝাই গাড়িতে পলিথিন কিংবা ত্রিপল ব্যাবহার কারা হচ্ছে না। গাড়িগুলোর মাটি বালু বাতাসে উড়িয়ে মানুষের চোখে নাক মুখে প্রবেশ করছে।  রমজান মাসেও কোন বিরতি দেয়া হচ্ছে না। ধুলাবালি মানুষের শরীরের ভিতর প্রবেশ করছে। হাঁচি-কাশি ও সর্দিসহ শ্বাসকষ্ট জর্নিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন এজন্য অনে কেই।  গ্রামে কিছু ব্যাক্তি দাদন ব্যবসার চালিয়ে টাকার পাহাড় গড়ে তুলে এসব নিষিদ্ধ যানবাহন আমদানি পুর্বক কৃষির পরিবর্তে পরিবহন ও অন্য কাজে ব্যবহার করছেন। তারাই এগুলো অধিত মুনাফার আশায় অদক্ষ শিশু কিশোর দিয়ে এগুলো চালাচ্ছেন। এদের গাড়িগুলোতেই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারন মানুষ। সরেজমিন দেখা যায়,এসব গাড়ির বেশিরভাগ চালকের বয়স ১২ থেকে ১৬ বছর। যাদের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। কয়েকদিন আগেও যে ওই মাহিন্দ্রতে শ্রমিক হিসেবে কাজ করেছে। এখন সে এটির চালক। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চালক ও গাড়ির মালিকের সাথে কথা হলে তারা জানায়, ১২ থেকে ১৪ লাখ টাকা দামের গাড়ি সড়কে চলাচলের কোন অনুমতি নেই। রুট পারমিট না থাকায় কিছুকিছু স্থানে সারা বছর চাঁদা দিয়েই তাদের চলতে হয়। রিক্সা-অটোভ্যান চালকরা বলেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজারো  মাহিন্দ্র গাড়ি ইটভাটার মাটি বালু এবং ইট নিয়ে দাপিয়ে বেড়ায়। এগুলোর গতিবেগ দেখে পথচারী এবং রিক্সাভ্যান চালকদের সার্বক্ষনিক আতঙ্কে থাকতে হয়। কখন যেন কোথায় কার সাথে ধাক্কা খায় ? এরা ছোট্ট বড়ো রাস্তা তোয়াক্কা না করে দ্রুতগদিতে দাপিয়ে বেড়ায়। মোটরসাইকেল চালকরা জানান, সড়কে চলতে গেলে নানা জায়গায় পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। অথচ অবৈধ এসব ট্রাক্টর সড়কে দাপিয়ে বেড়ালেও এদের বিরুদ্ধে পুলিশের কোন ভূমিকাই নেই। এসব গাড়ির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। গত দু’বছরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রান হারিয়েছেন বিশ জনেরও বেশি। তাই এসব অবৈধ গাড়ির চলাচল বন্ধের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার সাধারন মানুষ। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক মিয়া সাথে কথা হলে তিনি বলেন,“মাঝেমধ্যেই আমরা ট্যাফে ও মাহিন্দ্র ট্রাক্টরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি। তবে রমজান মাসে যেসব গাড়িতে পলিথিন বা ত্রিপল ব্যবহার করা হচ্ছে না, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি”।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে