পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তি উৎসব অনুষ্ঠিত

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫, ১০:৩২ এএম
পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তি উৎসব অনুষ্ঠিত

 রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। ওই দিন দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন করেন বিদ্যালয়ের বর্তমান ও পুরাতন শিক্ষার্থীরা। সকাল ১০ টায় একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হন তারা। এতে স্মৃতিচারণমূলক আলোচনা করেন পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী, বেরোবি’র সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহা. জলিল মিয়া, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান মনজু, এ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু, সদস্য সচিব হাবিবুর রহমান পল্টন, যুগ্ন সচিব মো. হুজুর আলী, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি গোলাম কবির রবু সহ অনেকে। আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা। এছাড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিলো বাংলাদেশের জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী মুনিয়া মুন ও ঐশী। রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত চলে দুই শিল্পীর পরিবেশনা। সঙ্গীত শিল্পী মুনিয়া মুন ও ঐশীর গানের তাল ও সুরের মূর্ছনায় মাতোয়ারা হয়ে ওঠেন উপস্থিত ২৫/৩০ হাজার দর্শক। বিশেষ করে ঐশী যখন তাঁর নিজস্্ব গায়কী ঢংগে জনপ্রিয়গান “খাজাবাবা খাজাবাবা, মারহাবা মারহাবা” “দিল্লীতে নিজাম উদ্দিন আউলিয়া” “ও মই শাল রে ” “পিরিতের বাজার ভালো না” “দুষ্টু পোলা পাইন” গান গুলো পরিবেশন করেন তখন উপস্থিত দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং গানের তালে তালে মাতোয়ারা হয়ে ওঠেন। এছাড়াও ৮০ বছর পূর্তি উৎসব উপলক্ষে ”দুরত্ব কৈশোর” নামে স্বরনিকা প্রকাশ করা হয়। প্রাক্তন শির্ক্ষাথী স্বরণিকা ও ম্যাগাজিন প্রকাশনা উপ-কমিটির আহবায়ক আব্দুল্লাহীল কাফি মাসুম, মমিনুল হক দোয়েল, সাংবাদিক মাজহারুল আলম মিলন জানান, ৮০ বছর পূর্তি উৎসবে নির্মিত ৪৬ জন প্রয়াত শিক্ষকদের নামের তালিকা সম্মিলিত ”গুরুগৃহ স্মরণ”-এর ফলকটি কালের স্বাক্ষী হয়ে থাকবে। আজকের এই দিনে ইতিহাসের এক মহেন্দ্রক্ষণের দ্বারপ্রান্তে উজ্জ্বল নক্ষত্রের হাতছানি দিয়ে মহামিলনের রাজস্বাক্ষী হলো পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। ১৯৪৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠ ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ৮০ বছর পূর্ণ করেছে। ৮০ বছর পূর্তি উৎসব উদযাপনের সন্ধিক্ষণে এসে প্রচুর অম্ল-মধুর স্মৃতিতে ভরপুর এ বিদ্যালয়টি। ১৯৫২ সালের ১জন, ১৯৬০ সালের ১জন, ১৯৬২ সালের ২জন, ১৯৬৬ সালের ৩জন, ১৯৯১ সালের ৩জন সহ বিভিন্ন সালের ধারাবাহিক ব্যাচ সহ ভবিষ্যত ২০৩০ সালে এসএসসি পরীক্ষার্থী বর্তমানে পড়ুয়া ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীসহ ৫৫টি ব্যাচের ২১০০ শির্ক্ষাথী অনুষ্ঠানে অংশগ্রহন করে। প্রতিষ্ঠানটি শুরু থেকে ২০১৭ সাল পর্যন্ত বয়েজ স্কুল থাকলেও ২০১৮ সালে সহশিক্ষা চালু করা হয়। 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে