চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৪০টি যানবাহন তল্লাশি করা হয় এবং মাদকসহ যুবককে গ্রেফতার ও নাম্বারবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ২০ মার্চ ২০২৫ তারিখ রাত ১০ টা থেকে ২টা পর্যন্ত পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় বর্ডার বাজার এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ এই চেকপোষ্ট বসানো হয়। চেকপোস্টে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে মোট ৪০টি যানবাহন তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালীন সময়ে ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট, ৯ নং ইউনিয়ন এলাকা থেকে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল গাজী (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ১০ পিস ইয়াবা, ১টি নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেল এবং ১টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।