ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপি গড়ে উঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে রহনপুরের তাওহিদী জনতা নামের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বিক্ষোভ মিছিল ও পথসভা। বিক্ষোভ মিছিলটি সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলোনী মোড়ে এসে শেষ করে। সেখানে পথসভায় বক্তব্য দেন আমিরুল মুমিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শাহজালাল, হিজবুল্লাহ, পিয়াস আহমেদ, নাফিস, শুভসহ অনেকে।