ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পাকুন্দিয়া বিক্ষোভ

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ পিএম
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পাকুন্দিয়া বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগন। সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, সেইভ গাজা ফ্রি প্যালেষ্টাইন, ইসরাইলি পণ্য বয়কট বয়কট ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।  

ফেইসবুক ভিত্তিক গ্রুপ ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন এসএম রায়হানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, আব্দুল কুদ্দুছ, পৌর জামায়াতের আমির নাজমুল হক, সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল, ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে