ফিলিস্তিনে মুসলিমদের গনহত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৪:০৭ পিএম
ফিলিস্তিনে মুসলিমদের গনহত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

ফিলিস্তিনে মুসলিমদের  গনহত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামিক  সংগঠনগুলো ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে বলেন অস্ত্র ধরো অস্ত্র ধরো ফিলিস্তিন স্বাধীন কর। ইসরাইলি পণ্য বয়কট করো, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে। 

বিক্ষোভ মিছিলটি শুরু হয় সকাল ১১ টায়। বিক্ষোভ মিছিলটি বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা সদরঘাট জামে মসজিদের সামনে শেষ হয় । পরে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বরগুনা ইসলামিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের পক্ষে ইজরাইলিদের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন।  

এছাড়া জোহরের নামাজ বাদ ইসলামী তৌহিদি জনতা বিক্ষোভ  মিছিল বের করে। আসর নামাজ বাদ  জামায়াতে ইসলামী বাংলাদেশ বরগুনা জেলা বিক্ষোভ মিছিল করার কর্মসূচি রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে