সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কতিপয় মুছল্লি রোববার সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।
ফুলবাড়ী সদর ইউনিয়নের নাওডাঙ্গা পুলের পাড় বাজার সংলগ্ন জেলেপাড়া জামে মসজিদ চত্ত্বর এলাকায় এ নামাজ একটি জামাতে অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানের আহলে হাদিস অনুসারী শতাধিক মুছল্লি এতে অংশগ্রহণ করে।
নামাজ পরিচালনা করেন ফুলবাড়ী সদর ইউনিয়নের কিষামত প্রাণকৃষ্ণ গ্রামের বাসিন্দা আহলে হাদিস অনুসারী প্রাইভেট শিক্ষক এরশাদুল হক।
তবে এখানকার বৃহৎ জনগোষ্ঠি সরকারের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঈদের নামাজ আদায় করে আসলেও কতিপয় ব্যক্তি সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজটি আদায় করায় জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহলে হাদিস অনুসারীদের একটি ঈদের জামাত রোববার সকাল ৮ টা ৩০ মিনিটে নাওডাঙ্গা পুলের পাড় বাজার সংলগ্ন জেলেপাড়া জামে মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।