বরগুনায় বিএনপির কর্মী সভা

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৬:৩৮ পিএম
বরগুনায় বিএনপির কর্মী সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী  দল ( বিএনপি) বরগুনা সদর  উপজেলা শাখার সাংগঠনিক কর্মীসভা শনিবার জেলা শিল্পকলা একাডেমি হলরুমে  বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- বনও পরিবেশ বিষয়ক সম্পাদক ও  আহবায়ক বরগুনা সদর উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তত কমিটি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ জাতীয়তাবাদীদল  জাতীয় নির্বাহী কমিটির  শ্রম বিষয়ক সহ সম্পাদক  ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি  নজরুল ইসলাম মোল্লা,  বক্তব্য রাখেন , বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল হক মাস্টার, এ জেড এম সালেহ ফারুক , জেলা নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট রন্জুয়ারা শিপু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  রেজবুল কবির, কে এম সফিকুজ্জামান মাহফুজ, হুমায়ুন হাসান শাহিন অ্যাডভোকেট মুরাদ। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট ওয়াসী মতিন। সভায় সভাপতিত্ব করেন,  সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ,  সন্চালনা করেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল হক হাওলাদার।

প্রধান অতিথি  কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন,গত  আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল,  নেতা কর্মীদের নির্যাতন করা হয়েছিল। দুর্দিনে যারা দলের মিছিলে ছিল আন্দোলন,  সভা, সমাবেশে ছিল তাদেরকে নিয়ে কমিটি করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW