বাংলাদেশ সেনাবাহিনীর জন্য রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৬:২৪ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে বেনাপোল দিয়ে প্রথম চালানে ৪০টির মধ্যে ১০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজীব নাজির রেফ্রিজারেটেড আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে  রবিবার (৬ এপ্রিল) রাতে প্রথম চালানে ১০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০টি মিল্ক ভ্যান ঢুকবে বলে জানা গেছে।

রেফ্রিজারেটেড মিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রপ্তানিকারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড।

১০টি মিল্ক ভ্যানের আমদানি মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউএস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজিস্টিক।

ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজীব নাজির জানান, আমদানি করা ১০টি মিল্ক ভ্যান বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে দ্রুত খালাসের জন্য সহযোগিতা করা হবে। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১টি মাইন প্রটেক্টটেড ভেহিকেল আমদানি করেছিল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে