পটুয়াখালীর বাউফলে বাজার থেকে মটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় মো. নিজাম উদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তরিকুল ইসলাম (২১) নামে আরেক মটরসাইকেল আরহেী গুরুতর আহত হয়েছেন । রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাছিপাড়া - বাহেরচর সড়কে কাছিপাড়া রাড়ী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন কাছিপাড়া গ্রামের নাজেম রাড়ীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিজাম ও তরিকুল দুজন বন্ধু। তারা মটরসাইকেলে করে কাছিপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মটরসাইকেল বাড়ির কাছে পৌঁছালে দুই দিক থেকে দ্রুতিগতিতে আসা দুইটি ট্রলি সড়ক ক্রসিং করার সময় মটরসাইকেলকে ধাক্কা দেয়। তখন মটরসাইকেলে থাকা দুই বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত্যু ঘোষণা করেন। অপর জন তারিকুল চিকিৎসাধীন রয়েছে। তার পা ভেঙে গেছে।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।