বাঘায় ধর্ষন মামলার আসামী তুষারকে কারাগারে প্রেরণ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৫:২৫ পিএম
বাঘায় ধর্ষন মামলার আসামী তুষারকে কারাগারে প্রেরণ

রাজশাহীর বাঘায় ধর্ষন মামলার আসামী তুষার হোসেনকে (২৪) কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে বেলপুরের জামিরা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করে। তুষার হোসেন বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের মুক্তার আলীর ছেলে।

জানা গেছে, ১৪ মার্চ দুপুরে তুষার হোসেন বাঘার এক নারী (২৪) এর বাড়িতে প্রবেশ করে স্বামীর অনুপস্থিতিতে ধর্ষণ করে। বিষয়টি তুষারের পরিবারকে অবগত করা হলেও কোন কর্ণপাত করেনা। কোন উপায় না পেয়ে নারী বাদি হয়ে ১৮ মার্চ বাঘা থানায় একটি মামলা করেন। মামলা করার পর থেকে তুষার পলাতক ছিলেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি আসাদুজ্জামান বলেন, মামলা পরে নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) পরীক্ষা করানো হয়েছে। মামলার পর থেকে তুষারকে গ্রেফতার অভিযান অব্যাহিত ছিল। তাকে র‌্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে