বাঘায় স্কুল শিক্ষক সড়ক দূর্ঘটনায় আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৫, ০৯:১৯ পিএম
বাঘায় স্কুল শিক্ষক সড়ক দূর্ঘটনায় আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাজশাহীর বাঘায় স্কুল শিক্ষক লতিফুর রহমান কচি (৫০) সড়ক দূর্ঘটনায় আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, শনিবার (২৯ মার্চ) মোটরসাইকেল নিয়ে উপজেলার মীরগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি পারশাওতা-বিনোদপুর ফেরার পথে কুকুরের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

তিনি পারশাওতা-বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তার জানাজা নামাজ শেষে মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১টায় পারিবারিক কবস্থানে দাফন করা হয়।

তিনি শিক্ষকতা পাশাপাশি বিএনপির রাজনীতি করতেন। তিনি উপজেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা তাঁতী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে