কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেল গেইটে গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ৫ শতাধিক গরীব মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণকালে উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির এর উপস্থিতিতে এই ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, গাজিরচর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আক্কাছ মিয়া, সাধারণ সম্পাদক আরশ আলী, সরারচর ইউনিয়নের সভাপতি এলাচ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শামিম মিয়া, সিনিয়র সহসভাপতি মোঃ উসমান মিয়া ও সহ সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়াসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।