বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৭:৫৪ পিএম
বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সাগর মোহনায় মাছ ধরতে হলে স্থানীয় বিএনপি নেতাকে চাঁদা দিতে হবে বলে অভিযোগ উঠেছে। নিখিল হাওলাদার নামে এক জেলে শনিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সির বিরুদ্ধে এই অভিযোগ করেন। এছাড়াও সংবাদ সম্মেলন থেকে জেলে নিকিল ওই নেতা ও তার দলবলের বিরুদ্ধে চাঁদা দাবির পাশাপাশি, ভয়ভীতি ও প্রাণনাশেরও হুমকির অভিযোগ তুলেছেন।

সংবাদ সম্মেলনে নিখিল হাওলাদার তার লিখিত অভিযোগে বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাগর মোহনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। সরকার পরিবর্তনের পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সির লোকজন তার কাছ থেকে মাছ ধরার অনুমতির নামে প্রতি জোবায় (নির্ধারিত সময়ে) ৩০ হাজার টাকা দাবি করেন। পরে তিনি ২০ হাজার টাকা দেন। পরে একইভাবে নজরুল মুন্সি ১০ হাজার টাকা এবং তার খালু হাবিব হাওলাদার ১৪ হাজার টাকা নেন বলে লিখিত সংবাদ সম্মেলনে দাবি করেন নিখিল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW