ময়মনসিংহের ভালুকায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা হয়েছে। উপজেলার ভরাডোবা এলাকায় সালাম শেখের বাসায় ধর্ষণের ঘটনা ঘটে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সালাম শেখের বাসায় ভাড়ায় বসবাস করেন ময়মনসিংহের কতোয়ালী রহমতপুরের জামাল উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম। ওই ভাড়াবাসার পাশের কক্ষে শ্বাশুড়ি থাকেন। ঘটনারদিন গত বুধবার (১২ মার্চ) সকালে ওই গৃহবধুর স্বামী ও শ্বাশুড়ি কাজে চলে যায়। এ সুযোগে সাইফুল ইসলাম গৃহবধুর কক্ষে প্রবেশ করে ঝাপটে ধরে গৃহবধুকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে গৃহবধু বাদি হয়ে গত শুক্রবার (১৪ মার্চ) রাতে ভালুকা মডেল থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতেই সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল হক জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।