মতলব উত্তরে তারেক রহমানের ৩১দফা দাবি বাস্তবায়নে গণমিছিল

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৭:৫৫ পিএম
মতলব উত্তরে তারেক রহমানের ৩১দফা দাবি বাস্তবায়নে গণমিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণমিছিল করেছে বিএনপি।শনিবার(১২ এপ্রিল-২০২৫) বিকেলে মতলব উত্তরের লুধুয়ায় বিএনপি এ গনমিছিল ও আলোচনা সভার আয়োজন করে।

গনমিছিলশেষে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাংস্কৃতিক সম্পাদক সোহেল পাটোয়ারী,মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাফর সজিব প্রমূখ।

গণমিছিলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ওজি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিক পাটোয়ারী,সাবেক উপজেলা বিএনপির সদস্য মোকাদ্দেছ পাটোয়ারী, বোরহান দেওয়ান, মজনু সরকার,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, যুবদল নেতা রুবেল প্রধান, মোহন মিজি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাংস্কৃতিক সম্পাদক সোহেল পাটোয়ারী বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদীর পক্ষ নিয়ে লুধুয়ার মানুষকে যারা মামলা হামলার মাধ্যমে বিএনপিকে নির্মুল করতে চেয়েছেন তাদের এ সময় কর্মকান্ড কখনো বরদাস্ত করা হবেনা । 

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাফর সজিব বলেন,আওয়ামী লীগের দোষররা নানা ভাবে অরাজকতা সৃষ্টি করছে। তারা দলের জন্য ক্ষতিকর। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW