মাধবপুরে ভারতীয় গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০১:২৪ পিএম
মাধবপুরে ভারতীয় গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ১১০ কেজি ভারতীয় গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। র‌্যাব-৯ সিলেট অফিসের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ জানান-শুক্রবার দিবাগত রাত আড়াইটায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্থাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া এলাকায় মাদক বিরুদ্ধী অভিযান পরিচালানা করে ১১০ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী কবিলপুর গ্রামের মৃত মুসকুদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩০)কে গ্রেফতার করে। পরে জব্দকৃত গাঁজাসহ তাকে মাধবপুর থানা পুলিশে সোর্পদ করে। অপর দিকে একই দিন রাত সাড়ে ৯টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এস.আই শহিদুল ইসলাম শাহপুর মাজারের কাছে অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক লীগের সদস্য তেলিয়াপাড়া চা-বাগানের বিশু তাতির ছেলে আশিক তাতি (৩৫)কে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

থানার ওসি তদন্ত কবির হোসেন জানান এ ব্যাপারে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ কোটের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে