নওগাঁর মান্দায় চাঁদার দাবীতে তরমুজ ব্যবসায়ীসহ দুইজনকে পিটিয়ে জখম করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় ৭জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী বিদ্যুৎ হোসেন বলেন, ‘আমি প্রত্যেক মৌসুমে বিলকরিল্যা বাজারে তরমুজের আড়ত দিয়ে ব্যবসা করে থাকি। এবারে তরমুজ বেচাকেনা শুরু করলে কুসুম্বা গ্রামের শহিদুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা আমার কাছে চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দিলে ব্যবসা করতে দিবে না বলেও হুমকি দিয়ে আসছিলেন অভিযুক্তরা।
বিদ্যুৎ হোসেন আরও বলেন, ‘আজ সোমবার ঈদের নামাজের পর দোকান খুলে বেচাকেনা শুরু করলে শহিদুল ইসলাম ২ হাজার টাকা দাবী করে। এনিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে শহিদুলের হুকুমে অন্য সহযোগীরা দেশিয় অস্ত্র নিয়ে আমাকে মারধর করে। আমার ডাক-চিৎকারে বোন নাসরিন আক্তার এগিয়ে এলে তাকেও পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়। এ সময় অভিযুক্তরা আমার ব্যাগে থাকা ১ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা লুট করে নিয়ে যায়।’
এ ঘটনায় ভুক্তভোগী বিদ্যুৎ হোসেনের বাবা লোকমান আলী বাদী হয়ে শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, অহিদুল ইসলামসহ ৭জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।