লালপুর পদ্মার চরে সন্ত্রাসের আস্তানা তৈরি করেছে, মানুষদের আতংকিত করছে

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ০৭:৩০ পিএম
লালপুর পদ্মার চরে সন্ত্রাসের আস্তানা তৈরি করেছে, মানুষদের আতংকিত করছে

নাটোরের লালপুরে বালিতিতা- রামকৃষ্ণপুর ঈদগাহ্ ময়দানে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান ও মুসল্লিদের উপর অতর্কিত গুলিবর্ষণের প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি লালপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) লালপুর ত্রিমোহিনী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লালপুর হল মোড়, থানা রোড হয়ে রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড়ে সমবেত হয়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ্ আল বাকী। তিনি বলেন, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া এবং রাজশাহী সহ ৫ জেলার আওয়ামী, জঙ্গিলীগ লালপুর পদ্মার চরে সন্ত্রাসের আস্তানা তৈরি করেছে , চরের সাধারণ মানুষদের আতংকিত করছে। প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান,  হামলা ও গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে তারা ফ্যাসিবাদী, জঙ্গীবাদী কর্মকাণ্ড বন্ধ এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষার আহ্বান জানান। এসময় আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সজীব মাহামুদ,  যুগ্ম সদস্য সচিব জিহাদ ও আহসান হাবিব, জাতীয় নাগরিক কমিটির পক্ষে বক্তব্য দেন প্রকৌশলী ইমন ও সাইফুল। এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে