নওগাঁর মান্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ। আজ শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাও. মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহসেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর খুরশেদুল আলম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রাকিব, কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুববিভাগের সভাপতি আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সাংবাদিক নজরুল ইসলাম, বুলবুল হোসেন, রেজাউল ইসলাম, রায়হান আলী প্রমুখ।