কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরুণ সংগঠক আরিফুল ইসলাম আরিফকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় দ্য ডেইলি স্টার ও পত্রিকাটির লালমনিরহাট ও কুড়িগ্রামের দায়িত্্বরত প্রতিনিধি দিলীপ রায়কে প্রত্যাখান করে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
ফুলবাড়ী উপজেলা শহরের জিরোপয়েন্টে ইফতারের পূর্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসানুর রহমান, যুগ্ম আহবায়ক রমজান আলী রনি, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমনান এরশাদ, জিয়া সাইবার ফোর্সের সাবেক সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম ও রোকনুজ্জামান প্রমূখ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর দ্য ডেইলি স্টার। রোববার এই পত্রিকায় বড়ভিটা ইউনিয়ন পরিষদে সৃষ্ট ঘটনা ঘিরে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরুণ সংগঠক আরিফুল ইসলাম আরিফকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ঘটনার বিপরিতমূলক।
এই পত্রিকাটিকে আমরা মিথ্যা সংবাদ প্রকাশের কারনে ফুলবাড়ীতে প্রত্যাখান করলাম। পাশপাশি পত্রিকাটির লালমনিরহাট ও কুড়িগ্রামের দায়িত্্বরত প্রতিনিধি দিলীপ রায়কে আমরা প্রত্যাখান করলাম। আমরা মিথ্যা সংবাদ প্রকাশের অবিলম্বে দিলীপ রায়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, রোববার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চালের স্লিপ নিয়ে ইউনিয়ন বিএনপির বাদলÑজলিল গ্রুপের লোকজনের সাথে বাক বিতন্ডা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম ও সচিব বাবুল হোসেনের। বিএনপির লোকজন তাদের টেনে হিঁচড়ে অফিস থেকে বের করে দিয়ে ইউনিয়ন কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।
এ ঘটনাটি নিয়ে রোববার ডেইলি স্টারের বাংলা ভার্সনে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরুণ সংগঠক আরিফুল ইসলাম আরিফকে জড়িয়ে তার নেতৃত্বে ঘটনাটি সংঘটিত হয়েছে মর্মে মিথ্যা সংবাদ প্রকাশ করে।নিউজটি উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দৃষ্টিগোচর হলে এর প্রতিবাদে ফুলবাড়ীতে ডেইলি স্টারকে প্রত্যাখান করে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।