বিএফএ সম্মেলন

মুনাফার চেয়ে মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকারের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৫:৩১ পিএম
মুনাফার চেয়ে মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকারের আহ্বান প্রধান উপদেষ্টার

টেকসই অর্থনৈতিক মডেলের দিকে অগ্রসর হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "আমাদের অবশ্যই এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে মুনাফার চেয়ে মানুষ ও পৃথিবীকে বেশি গুরুত্ব দেওয়া হয়।" বৃহস্পতিবার চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস তার ভাষণে বলেন, বর্তমান আধিপত্যশীল অর্থনৈতিক মডেল অতিরিক্ত ভোগের ওপর নির্ভরশীল। প্রবৃদ্ধির নামে অতিরিক্ত সম্পদ উত্তোলন ও পরিবেশগত অবক্ষয়কে ন্যায্যতা দেওয়া হচ্ছে, যা মানব সভ্যতাকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু সংকট মানবতার অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি ইতোমধ্যেই বিশাল আকার ধারণ করেছে, যা প্রায় ৬ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের সমতুল্য। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে এই ক্ষতি সামাল দিতে তাদের উৎপাদনশীল খাতের বিনিয়োগ হ্রাস করতে হচ্ছে।

ড. ইউনূস বলেন, "আমাদের প্রয়োজন নতুন, অতিরিক্ত ও সহজলভ্য বেসরকারি উন্নয়ন সহযোগিতা। এটি যেন ঋণ-সৃষ্টিকারী না হয়ে অনুদান-ভিত্তিক জলবায়ু অর্থায়ন হয়, যা অভিযোজন ও প্রশমনের মধ্যে ন্যায্য বণ্টন নিশ্চিত করবে।"

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারি বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার গভীর বৈষম্যকে উন্মোচন করেছে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জীবন রক্ষাকারী ওষুধ ও প্রযুক্তির সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। বৈশ্বিক মহামারি চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে এশিয়াকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রযুক্তিগত উন্নতির বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, তথ্যচালিত প্রযুক্তি, রোবটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত অগ্রগতি বিশ্বকে নতুন বাস্তবতায় নিয়ে যাচ্ছে। উন্নত বিশ্বের তুলনায় এশিয়ার কম সক্ষমতা ও সম্পদহীনতা ডিজিটাল বৈষম্যকে আরও প্রকট করে তুলতে পারে।

তথ্যের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "যদি দায়িত্বজ্ঞানহীনভাবে প্রযুক্তির বিকাশ ঘটে, তাহলে তা অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে।" তিনি আরও বলেন, এশিয়াকে অবশ্যই ডিজিটাল বৈষম্য দূর করতে হবে এবং প্রযুক্তি, উদ্ভাবন ও ইনকিউবেশন খাতে আঞ্চলিক সক্ষমতা গড়ে তুলতে হবে।

এই বছরের বিএফএ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘এশিয়া ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড: টুওয়ার্ডস আ শেয়ারড ফিউচার’। সম্মেলনে এশিয়ার ভবিষ্যৎ উন্নয়ন কৌশল, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার এই আহ্বান বিশ্ব অর্থনীতির জন্য নতুন দিকনির্দেশনা দিতে পারে এবং ভবিষ্যতের অর্থনৈতিক কাঠামো আরও টেকসই ও মানবিক হতে সহায়তা করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে