জামালপুরের মেলান্দহে গণঅভ্যত্থানে শহিদ ও আহত পরিবারবর্গ, সাংবাদিক-ছাত-শ্রমিক-এক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার-দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ্উপলক্ষে ২৬ মার্চ বিকেলে উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইত্তেফাকুল ওলামার সভাপতি মাও.রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, বক্তব্য রাখেন-মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাও. মোখলেসুর রহমান, পৌর জামাতে ইসলামির সেক্রেটারি কাজী মোহাম্মদ আলী ফারাজী, মেলান্দহ খেলাফত মজলিজের সভাপতি মুফতি রফিকুল কইলাম, বৈষম্য ছাত্র আন্দোলনের জামালপুর জেলা আহবায়ক মীর ইস্তিয়াক আহমেদ ইখলাস প্রমুখ। সভায় শহিদ পরিবার, জেলা-উপজেলা নাগরিক পার্টিসহ অন্যান্য রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।