মেলান্দহে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০১:১৭ পিএম
মেলান্দহে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে ২৬ মার্চ বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইউএনও এস.এম. আলমগীর। 

বক্তব্য রাখেন-সাবেক মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, ৭১’র গেরিলা আবুল হোসেন, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ। এর আগে সকাল ৯টায় উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে কুচকাওয়াজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও প্রত্যুষে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনার শহিদদের স্মরণে স্বাধীনতা মঞ্চে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে