যেকোনো ছবির জলছাপ সরিয়ে ফেলতে পারবে জেমিনি ২.০

এফএনএস আইটি : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৮:২০ এএম
যেকোনো ছবির জলছাপ সরিয়ে ফেলতে পারবে জেমিনি ২.০

গুগলের নতুন এআই মডেল জেমিনি ২.০ ফ্ল্যাশ নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে। এর প্রধান কারণ হলো, এটি শুধু ছবি তৈরি ও সম্পাদনা করতে পারে না, বরং জলছাপ (ওয়াটারমার্ক) সরিয়েও ফেলতে পারে। জলছাপ সাধারণত ছবির স্বত্বাধিকার সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। কিন্তু জেমিনি ২.০ ফ্ল্যাশ ব্যবহারকারীদের জন্য এটি কোনো বাধা নয়। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী দেখিয়েছেন কিভাবে জেমিনি ২.০ ফ্ল্যাশ ছবি থেকে জলছাপ সরিয়ে দিতে পারে। এতে কেবল জলছাপ মুছে যায় না, বরং সেই জায়গা স্বয়ংক্রিয়ভাবে ভরাট হয়ে যায় যেন কোনো পরিবর্তন করা হয়নি। যদিও অনেক এআই টুলই এমন কাজ করতে পারে, তবে জেমিনি ২.০ ফ্ল্যাশ এই ক্ষেত্রে অনেক দক্ষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। বর্তমানে এই মডেলটি গুগলের ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই এটি “উৎপাদন ব্যবহারের জন্য নয়”বলে গুগল উল্লেখ করেছে। কিন্তু তারপরও, এটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিছু আধা-স্বচ্ছ জলছাপ বা যেসব জলছাপ পুরো ছবিটিকে ঢেকে রাখে, সেগুলো মুছতে এটি সফল হয় না। তবে অনেক ক্ষেত্রেই এটি চমৎকারভাবে জলছাপ মুছে ফেলতে সক্ষম। এই ফিচারের কারণে কপিরাইট মালিকরা উদ্বিগ্ন হতে পারেন। সাধারণত, কপিরাইট সংরক্ষণের জন্য জলছাপ ব্যবহৃত হয়, এবং তা সরিয়ে ফেলা যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের অধীনে বেআইনি বলে বিবেচিত হতে পারে। উদাহরণস্বরূপ, ওপেনএআই-এর জিপিটি-৪ড় এবং এনথ্রপিক-এর ক্লাউড ৩.৭ সনেট জলছাপ মুছতে সরাসরি অস্বীকার করে এবং এটিকে “অনৈতিক ও সম্ভাব্য বেআইনি”বলে বিবেচনা করে। কিন্তু গুগলের নতুন এই মডেল কোনো বাধা ছাড়াই জলছাপ সরিয়ে ফেলতে পারে, যা কপিরাইট সংক্রান্ত বিতর্ক তৈরি করতে পারে। আইনের দিক থেকে দেখতে গেলে, অনুমতি ছাড়া জলছাপ সরানো সাধারণত অবৈধ। যদিও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এটি আইনি হতে পারে, তবে সেগুলো বেশ বিরল। ফলে, কপিরাইট মালিকরা এই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। গুগল এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। যেহেতু এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই ভবিষ্যতে এটির ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আসতে পারে। তবে এ ধরনের প্রযুক্তি বাজারে আসার ফলে কপিরাইট সংরক্ষণ এবং ডিজিটাল মিডিয়া সুরক্ষার বিষয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এআই প্রযুক্তির অগ্রগতি যেমন আমাদের দৈনন্দিন জীবনে সুবিধা নিয়ে আসছে, তেমনি এটি নতুন কিছু সমস্যাও তৈরি করছে। জলছাপ মুছে ফেলার মতো ক্ষমতা কপিরাইট সুরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচিত হবে এ ধরনের টুল ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা তৈরি করা, যাতে এটি কপিরাইট লঙ্ঘন না করে। একই সঙ্গে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে, যেন তারা এটি নৈতিকভাবে ব্যবহার করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে