নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন নয়নকে রংপুর থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ। গ্রেফতার সাদ্দাম হোসেন নয়ন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। বুধবার (১৯ মার্চ) রাত ৯ টার দিকে নগরীর জাহাজকোম্পানী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওসি জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কুড়িগ্রাম জেলার শাখার সাধারণ সম্পাদক নেতা সাদ্দাম হোসেন নয়নের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তি হওয়া একাধিক মামলা রয়েছে। তিনি ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুড়িগ্রাম জেলার ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ সহায়তা করেছে। গ্রেফতারের পর তাকে কুড়িগ্রামে নিয়ে গেছে পুলিশ।