রংপুরে বিশ্ব ভোক্তার অধিকার দিবস পালন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৫:১২ পিএম
রংপুরে বিশ্ব ভোক্তার অধিকার দিবস পালন

টেকসই জীবন ধারায় একটি ন্যায় সঙ্গত রুপান্তর’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ জেলা-মহানগর ও উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর নগরীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে সিটি কর্পোরেশন হয়ে পূণরায় প্রেসক্লাব চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি এবং ক্যাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, ক্যাব জেলার সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু, মহিলা বিষয়ক সম্পাদক রোখসানা, মহানগর শাখার সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মিঠু, কোষাধ্যক্ষ আলম আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে