রাণীনগরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ১২:০০ পিএম
রাণীনগরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম কস্বাপাড়া সূর্য তরুণ ক্লাবের আয়োজনে এবং ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সৌজন্যে ঈদুল ফিতর উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালীগ্রাম কস্বাপাড়া গ্রামে মঙ্গলবার সকাল থেকে খেলা ধুলা শুরু হয়ে সন্ধায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাঁন, ক্রিড়া বিষয়ক সম্পাদক জহির শেখ ও সদস্য আব্দুর রাজ্জাক শেখ অনুষ্ঠানে সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন। সকাল সাড়ে ৯টায় খেলার উদ্বোধন করেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান আলী মন্ডল,সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হক,স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কাহারসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন ছোলাইমান আলী শেখ। সকাল থেকে দড়ি খেলা,দৌড় প্রতিযোগিতা,বালিশ খেলা,রশি টানা-টানি,সুঁইয়ে সুতা পাড়ানোসহ বিভিন্ন প্রকারের খেলা অনুষ্ঠিত হয়। সারা দিন খেলা শেষে সন্ধায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে