নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক দুই সহদরকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার দূর্গাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালতের পরোয়ানায় মাদক মামলার পলাতক আসামী সহদর মানিক হোসেন (৪২) ও সুমন হোসেন (৪৩) কে গ্রেফতার করেছে। গ্রেফতার মানিক ও সুমন উপজেলার দূর্গাপুর গ্রামের সাহাদাত আলীর ছেলে। তাদেরকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।