রোনালদোর ৯২৮তম গোল, ১০ জন নিয়ে জয় পেল আল নাসর

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৭:১২ পিএম : | আপডেট: ১৬ মার্চ, ২০২৫, ০৭:৩৯ পিএম
রোনালদোর ৯২৮তম গোল, ১০ জন নিয়ে জয় পেল আল নাসর

বয়স কেবল একটি সংখ্যা, আর এটি একবারও প্রমাণ করে দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও যে রোনালদো প্রতিপক্ষ রক্ষণভাগে রীতিমতো ভীতি ছড়াচ্ছেন, তা আবারও প্রমাণিত হলো শুক্রবার (১৪ মার্চ) সৌদি প্রো লিগের ম্যাচে। আল খোলুদকে ৩-১ গোলে পরাজিত করে জয়ে ফিরল আল নাসর।

সৌদি প্রো লিগে এবারের মৌসুমে আল নাসর খুব একটা ভালো পারফরম্যান্স করতে না পারলেও ব্যক্তিগতভাবে রোনালদো উজ্জ্বল ভূমিকা পালন করছেন। লিগে ২৪ ম্যাচে ১৯ গোল করে বর্তমানে সর্বোচ্চ গোলদাতা এই পর্তুগিজ তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার মোট গোলের সংখ্যা ৯২৮টি। মাত্র ৭২টি গোল দূরে দাঁড়িয়ে রয়েছে ১০০০ গোলের মাইলফলক।

এদিন ম্যাচের শুরুতেই আল নাসরকে লিড এনে দেন রোনালদো। খেলার চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত ধরে আক্রমণ চালানোর সময় সাদিও মানে জন ডুরানকে পাস দেন। ডুরান গোলমুখে শট নিতে গেলেও তা বারে লেগে ফিরে আসে। এই সুযোগটি পুরোপুরি কাজে লাগান সিআরসেভেন, গোলরক্ষক ও দুই ডিফেন্ডারের ফাঁক গলে বল জালে পাঠিয়ে দেন।

২৬ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলেও ছিল রোনালদোর অবদান। তিনি মাঝমাঠ থেকে ডি-বক্সের বাঁ প্রান্তে লম্বা পাস দেন আল নাজদিকে, যিনি পাসটি সাদিও মানেকে দেন। মানে তার কাজটি সেরে গোলটি নিশ্চিত করেন। এর কিছুক্ষণ পর, ৪১তম মিনিটে আরও এক গোল আসে আল নাসরের পক্ষে, ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠান জন ডুরান।

বিরতির পর আল নাসর এক সদস্য কম নিয়ে খেলে। ৫৬তম মিনিটে নাওয়াফ বউশাল প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে একজন কম নিয়ে খেললেও আল নাসর খুব বেশি চাপে পড়েনি এবং ম্যাচের ৭২তম মিনিটে জ্যাকসন মুলেকার একটি দুর্দান্ত শটে খোলুদকে একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে আল নাসর জয়ী হয়।

এই জয়ে আল নাসর ২৫ ম্যাচে ১৫ জয়, ৬ ড্র এবং ৪ হারে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সাথে তাদের পয়েন্ট ব্যবধান ১০, এবং এক ম্যাচ কম খেলা আল হিলাল ১৭ জয়, ৩ ড্র ও ৪ হারে ৫৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। আল খোলুদ ২৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে।

রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স এবং দলের সাফল্য আল নাসরের জন্য বড় আশার প্রতীক হয়ে উঠেছে, যদিও মৌসুমের শিরোপা জয়ের জন্য দলের আরো কিছু উন্নতির প্রয়োজন রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW