লালপুরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩২ উদযাপন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ০৭:৩১ পিএম
লালপুরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩২ উদযাপন

নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন  ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ - ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় দিনব্যাপী বৈশাখী উৎসবের।

উৎসবের শুরুতেই আয়োজন করা হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয় । শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসান, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও মঞ্জিল পুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়, লালপুর সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, লালপুর ডিগ্রী কলেজ, গোপালপুর ডিগ্রী কলেজ, গৌরিপুর স্কুল এন্ড কলেজ, বিল মারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ইকরা কম্পিউটার একাডেমি, সহ লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

উপজেলার মঞ্জিল পুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, পান্তা-মরিচ-পিঁয়াজ পরিবেশন ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যক্ষ  সাইফুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস , শাহজাহান আলী , প্রভাষক ওয়ালিউর রহমান। এছাড়াও 

বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান সরকার , নাজির উদ্দিন বাবু, ফজের আলীসহ ম্যানেজিং কমিটির সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এউপলক্ষে বিভিন্ন স্থানে বাংলার ঐতিহ্য লাঠি খেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ শিশু -কিশোর, তরুণ-তরুণী সহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠান উপভোগ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে