শেরপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৫:০০ পিএম
শেরপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান

শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী বালিজুড়ি ও রাঙাজান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।  মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার বাবলাকোনা ও হাড়িয়াকোনা এলাকায় বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক জানান, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে ২টি ড্রেজার মেশিন, প্রায় ৬শ ফিট পাইপ ও  বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামা অপসারণ করা হয়। এসময় ৮ টি বালুর মাচাও ধ্বংস করা হয়। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে