শেরপুরের নালিতাবাড়ীর লাল টেংগুর নামক পাহাড়ি গোপ থেকে একটি পুরুষ বুনোহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে জিয়াউর রহমান জিয়া (৩৫) নামে এক কৃষককে আটক করেছে পুলিশ। চলতি বোরো আবাদে বুনোহাতির অত্যাচার থেকে ফসল রক্ষা করতে আটক কৃষক তার ক্ষেতে বৈদ্যুতিক জিআই তারের সংযোগ দিয়ে ধানক্ষেত ঘিরে রাখেন। ওই তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে ওই মৃত বুনোহাতির মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকার পুর্ব সমশ্চুড়া আশ্রয়ণ প্রকল্পের উত্তরে লাল টেংগুর নামক পাহাড়ি গোপে ওই এলাকার মৃত ময়জদ্দিনের ছেলে জিয়াউর রহমান জিয়া ৫০ শতাংশ জমিতে বোরো ধান রোপণ করেন। বুনোহাতি যাতে হানা দিয়ে ফসল বিনষ্ট করতে না পারে সেজন্য কৃষক জিয়া রাতের বেলায় তার ওই আবাদী ক্ষেতের চারদিকে বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রাখেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ৩০/৪০ টির একদল বুনোহাতি খাবারের সন্ধানে তার উঠতি বোরো ক্ষেতে হানা দিয়ে ফসল খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে ফেলে। এসময় মধ্য বয়সী একটি র্মদা (পুরুষ) হাতি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার ও মধুটিলা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটি উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটিতে পুতে ফেলা হয়। এ ঘটনায় বন বিভাগ নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বুনোহাতির মৃত্যুর ঘটনায় জিয়াউর রহমান জিয়া নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। সেইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।