ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ধর্মতীর্থ এলাকায় গতকাল শনিবার দুপুরে বিলের পাড়ে অবৈধ পন্থায় মাটি কাটার খবরে অভিযান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। এ সময় কতিপয় লোক ফসলি জমির মাটি কাটছিল। হাতেনাতে ধরে রূবেল মিয়া (৩৯) নামের এক ব্যক্তিকে ৭ দিনের কারাদন্ড ও বেকুসহ তিনটি ট্রাক জব্দ করেছেন ইউএনও।
সূত্র জানায়, ধর্মতীর্থ এলাকায় ফসলি জমির মাটি কাটার খবরে গতকাল দুপুরের দিকে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানের শুরূতেই মাটিকাটায় জড়িত কিছু লোক দ্রূত পালিয়ে যান। তবে রূবেল নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। দায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রূবেলকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর মাটিকাটায় ব্যবহৃত একটি বেকু ও ৩টি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া অপরাধীদের বিরূদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন ইউএনও। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ উপায়ে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাক জব্দ করে উপজেলা চত্বরে নিয়ে আসছি।