ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন। মন্তুর অনুসারীরা জামিনে থাকার পরও এই গ্রেপ্তারকে অবৈধ বলে দাবী করছেন। আর পুলিশ বলছেন, একটি তদন্তাধীন হত্যা মামলার আসামী মন্তুকে গ্রেপ্তার করা হয়েছে। মন্তু সরাইল সদরের নতুন হাবলি গ্রামের প্রয়াত শাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন মন্তু পেশায় একজন এডভোকেট। ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টে উকালতি করার কারণে তিনি পরিবার নিয়ে জেলা শহরেই থাকেন। ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ ই আগষ্টের পর তিনি জেলা শহরেই ছিলেন। কোর্টও করতে নিয়মিত। বুধবার রাতে র্যাব-৯ এর সদস্যসহ যৌথ বাহিনী জেলা শহরের কাউতলী এলাকায় অভিযান চালায়। অভিযানকালে তারা মন্তুকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, মন্তু একাধিক তদন্তাধীন হত্যা মামলার আসামী। তার বিরূদ্ধে আর কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজ বৃহস্পতিবার সাবেক যুবলীগ নেতা মন্তুকে আদালতে প্রেরণ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।