দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও জেলা বি,এন,পির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সাত্তার মিলন সাউথ এশিয়ান লিডারশিপ আ্যওয়ার্ড বিশেষ সম্মাননা/২৫ অর্জন করেন। এই উপলক্ষে ১৭ মার্চ সমবার বিকেল ৩টায় এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের আয়োজনে রাজধানী ঢাকার বিজয়নগরে অবস্থিত ইকমিক রিপোটার্স মিলনায়তনে মাহে রহমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ঈদ বস্ত্র বিতরন সাউথ এশিয়ান লিডারশিপ আ্যাওয়ার্ড ইফতার মাহফিল অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক এম এইচ আরমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। এ সময় আরো বক্তব্য রাখেন উক্ত সংগঠনের পরিচালক আর,কে রিপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিটিআরসির সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ,বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। শেষে প্রধান অতিথি সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরামের জুড়ি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক দক্ষতায় ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মেয়র আব্দুস সাত্তার মিলনকে আ্যায়ার্ড/২৫ ও সম্মাননা সনদপত্র তুলে দেওয়া হয়।