দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার সোমবার সকাল ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমদ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান মোল্লা, দরগ্রাম ইসলামিয়া কামিল মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, বালিয়াটি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মো. লিয়াকত আলী, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানা ফয়জী, ইফামার কেয়ারটেকার মাওলানা মনিরুজ্জামান মনির, মাওলানা রফিকুল ইসলাম, শাহিন সরকার। সেমিনারে সাংবাদিক, সাটুরিয়া উপজেলা ৯টি ইউনিয়নের বিভিন্ন ব্যবসায়ী, ইফামার শিক্ষক ও বিবিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে।
সভায় বক্তারা ইসলামের যাকাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। সেই সাথে সাধারণ মানুষকে সরকারী যাকাত ফান্ডে টাকা জমার দেবার আহবান করেন।