চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী (৩৭) খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। সাতকানিয়া থানা পুলিশ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে। ২১ মার্চ শুক্রবার রাত সাড়ে দশ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখিল গ্রামের উত্তর পাড়ার অরুণ চক্রবর্তীর পুত্র সুবীর চক্রবর্তীকে জায়গা - জমির পুরনো বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করে সংঘবদ্ধ স্থানীয় প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের বড় ভাই পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তীও আহত হয়।
আজ শনিবার ময়না তদন্ত শেষে নিহতের গ্রামের বাড়িতে দাহক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আহত পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তী (৩৯) বাদী হয়ে একই এলাকার রূপক দাশ, অলক দাশ, দ্বীপ্ত দাশ, সুদ্বীপ্ত দাশ, প্রিয়ন্ত দাশ কালু, দীপক দাশ, ঝুমুর দাশ, স্বপ্না দাশ ও অন্তরা দাশ প্রমূখ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরো কয়েকজন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঝুমুর দাশ (৩৭), স্বপ্না দাশ (৩৫) ও অন্তরা দাশ (২০) কে গ্রেপ্তার করেছে। বাকি আসামীরা পলাতক।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জাহেদুল ইসলাম জানান, জায়গা - জমির বিরোধের কারণে কথা কাটাকাটির ঘটনায় সুবীর হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তিন আসামী গ্রেপ্তার হয়েছে। তিন জনই মহিলা।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, সুবীর হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আসামীদের নাম উল্লেখ করে মামলা করেছেন। তিন আসামী গ্রেপ্তার হয়েছে। বাকি পলাতক আসামীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
নিহত সুবীর চক্রবর্তী পেশায় ছিলেন একজন দর্জি। পুরানগড় ইউনিয়নের শেষ সীমানায় সাতকানিয়া উপজেলার শেষ প্রান্তে শীলঘাটা বাজারে তিনি সেলাই কাজ করতেন। ২০২২ সালে জয়শ্রী দাশকে বিয়ে করেন। তাদের দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।