অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্ঠা ও সাতকানিয়ার কৃতি সন্তান ড. আ ফ ম খালেদ হোসেন আজ সাতকানিয়া আদালত পরিদর্শণ করেছেন। পরিদর্শণ শেষে তিনি আদালতের মাননীয় বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় আদালতের বিচারকবৃন্দ, আইনজীবি সমিতির নেতৃবৃন্দ এবং সরকারী কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় আদালতের অবকাঠামোর উন্নয়ন, শূণ্যপদে বিচারক নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে সাতকানিয়া আইনজীবী সমিতি সুনির্দিষ্ট দাবি পেশ করেন। মাননীয় উপদেষ্ঠা এসব দাবি পূরণে সর্বাত্মক চেষ্টা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।