সাতক্ষীরায় বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ০৬:৫৫ পিএম : | আপডেট: ২ এপ্রিল, ২০২৫, ০৬:৫৬ পিএম
সাতক্ষীরায় বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

সাতক্ষীরায় বোরো ক্ষেতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনারুল ইসলাম নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল ২০২৫) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সানাপাড়া বিলে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দু'জনকে আটক করেছে। নিহত কৃষক আনারুল ইসলাম (৪৭) সদর উপজেলার ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশের ভাষ্য মতে, মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে পুলিশ ৯৯৯ কলের মাধ্যমে জনতে পারে যে, দুপুর দুটোর দিকে ধূলিহর ইউনিয়নের সানাপাড়া গ্রামের আনারুল ইসলাম (৪৭)  ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। হামলাকারীরা হলোÑ ধুলিহর ইউনিয়নের বালুইগাছা পালপাড়া গ্রামের সুরেশ পালের ছেলে লক্ষ্মণ পাল (৫০) ও তার ছেলে জয় পাল (২২) এবং লক্ষ্মণ পালের স্ত্রী  নমিতা পাল (৪০)। হামলাকারীরা আনারুল ইসলাম(৪৭) কে কাচি দ্বারা বাম চোখের কোনে আঘাত করে এবং এলোপাথাড়ি মারপিট ও কিলঘুষি মারলে ঘটনাস্থলে পড়ে যায়। এরপর আনারুলের আত্মীয় স্বজনরা সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন বলে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান। লাশের সুরতহাল প্রস্তুত প্রক্রিয়াধীন। 

তিনি আরও জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ লক্ষ্মণ পাল (৫০) ও তার স্ত্রী  নমিতা পাল (৪০)কে আটক করা হয়েছে বলে জানান সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে