সুজানগরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

এফএনএস (সুজানগর, পাবনা) : : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৮:২২ পিএম
সুজানগরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে শিমলা খাতুন (১৭) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী। সে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের কুমিড়গাড়ীদহেরপাড়া গ্রামের নায়েব আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার বনগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত শনিবার বিকালে বিয়ের প্রস্তুতিকালে ওই বিয়ে বন্ধ করা হয়। 

জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে বাল্যবিয়ে আইনকে উপেক্ষা করে উক্ত শিমলা খাতুনকে সাঁথিয়া উপজেলার জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের আব্দুল কদ্দুস শেখের প্রবাসী ছেলে মাসুদ রানার (২৩) সাথে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ স্থানীয় জনপ্রতিনিধি ও সুজানগর থানা পুলিশের সহযোগিতায় ওই বিয়ে বন্ধ করে দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন শুধু বাল্যবিয়ে বন্ধ নয়, ভবিষ্যতে কোন অভিভাবক বাল্যবিয়ের আয়োজন করলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট সকলকে জেল জরিমানা করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে